ডেস্ক রিপোর্ট ॥ মহান বিজয় দিবস উপলক্ষে বিশেষ উদ্যোগ হিসেবে ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট অবমুক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। একই অনুষ্ঠানে ১০ টাকা মূল্যমানের উদ্বোধনী খাম এবং ৫ টাকা মূল্যমানের একটি ডাটাকার্ডও অবমুক্ত করা হয়।

রবিবার (১৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই ডাকটিকিট অবমুক্ত করা হয়। প্রধান উপদেষ্টার সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা মো. নাহিদ ইসলাম, প্রধান উপদেষ্টার মূখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. মো. মুশফিকুর রহমান এবং ডাক অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) এস.এম. শাহাবুদ্দিন।

ডাকটিকিট অবমুক্তির সময় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, “মহান বিজয় দিবস জাতির জন্য এক গৌরবময় অধ্যায়। এই স্মারক ডাকটিকিট বিজয়ের চেতনাকে স্মরণ করিয়ে দেবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে মুক্তিযুদ্ধের আদর্শে অনুপ্রাণিত করবে।”

অনুষ্ঠানের সময় ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা মো. নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টাকে একটি স্মারক ডাক বাক্স উপহার দেন। পাশাপাশি, তিনি ‘ন্যাচারাল বিউটি অ্যান্ড ওয়াইল্ড লাইফ’ শীর্ষক একটি বই উপহার দেন।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. মো. মুশফিকুর রহমান বলেন, “ডাকটিকিট কেবল একটি সংগ্রহযোগ্য সামগ্রী নয়, এটি জাতির ইতিহাস, সংস্কৃতি এবং চেতনার প্রতীক। বিজয়ের এই মহিমান্বিত দিনে স্মারক ডাকটিকিট অবমুক্তি একটি তাৎপর্যপূর্ণ উদ্যোগ।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *