আজকের বাংলা নিউজ: ঢাকায় চার দিনের সফরে এসেছেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা। আজ রাতে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে ঢাকা পৌঁছান তিনি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হোর্তাকে স্বাগত জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।
সফরকালে, পূর্ব তিমুরের প্রেসিডেন্ট বাংলাদেশ ও তিমুর-লেস্তের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যে একাধিক উচ্চ-পর্যায়ের বৈঠক ও ইভেন্টে অংশ নেবেন। সফরের দ্বিতীয় দিনে ১৫ ডিসেম্বর তিনি পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন, ড. ইউনূস এবং অন্যান্য ব্যক্তির সঙ্গে বৈঠক করবেন।
১৬ ডিসেম্বর রামোস-হোর্তা বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং সাভারে জাতীয় শহীদ স্মৃতিসৌধ পরিদর্শন করবেন। ১৭ ডিসেম্বর সফরের শেষ দিনে তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস)-এ ‘সমসাময়িক বিশ্বে শান্তির চ্যালেঞ্জ’ বিষয়ে বক্তৃতা দেবেন।
তার সফরের মাধ্যমে বাংলাদেশ ও পূর্ব তিমুরের মধ্যে কূটনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক আরও দৃঢ় হওয়ার আশা প্রকাশ করা হচ্ছে।