খাগড়াছড়ি প্রতিনিধি ॥ শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শনিবার (১৪ ডিসেম্বর) সকালে খাগড়াছড়ি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্বাধীনতা সংগ্রামে শহীদ বুদ্ধিজীবীদের অসামান্য অবদান ও আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

জেলা প্রশাসক মো: সহিদুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো: আরেফিন জুয়েল। আরও বক্তব্য রাখেন খাগড়াছড়ি পৌরসভার প্রশাসক নাজমুন আরা সুলতানা, বন বিভাগের বিভাগীয় উপ-পরিচালক মো. ফরিদ মিঞা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফ, ডেপুটি সিভিল সার্জন ডা. রতন খীসা এবং খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. শহিদুল ইসলাম সুমন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছারসহ বিভিন্ন সরকারি কর্মকর্তারা ও স্থানীয় সাংবাদিকরা।

বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ ও স্বাধীনতা সংগ্রামে তাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। তাঁরা বলেন, শহীদ বুদ্ধিজীবী দিবস আমাদের গৌরবময় ইতিহাসের একটি অনন্য অধ্যায়। স্বাধীনতা যুদ্ধের সময় দেশমাতৃকার জন্য নিজের জীবন উৎসর্গ করা এই গুণীজনরা জাতির শ্রেষ্ঠ সম্পদ। তাঁদের স্মরণ ও নতুন প্রজন্মকে তাঁদের অবদানের কথা জানানো অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বক্তারা আরও বলেন, স্বাধীনতা সংগ্রামে বুদ্ধিজীবীদের আত্মত্যাগ জাতিকে নতুন দিক নির্দেশনা দিয়েছে। তাঁদের স্মরণে এই দিনটি পালন আমাদের দায়িত্ব ও গর্বের বিষয়।

আলোচনা সভায় বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁদের আদর্শে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *