নাটোর প্রতিনিধি ॥ নাটোরের লালপুর উপজেলার বামনগ্রামে শুক্রবার রাতে সাইফুল ইসলাম (৫৫) নামের এক মুদি দোকানদারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রাত সাড়ে ১১টার দিকে নিজ বাড়ির সামনে এই মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে। নিহত সাইফুল ইসলাম বামনগ্রাম গ্রামের ইমারত আলী মুন্সীর ছেলে।
জানা যায়, সাইফুল ইসলাম প্রতিদিনের মতো তার মুদি দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। বামনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ দিয়ে বাড়ির গেটের সামনে পৌঁছালে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। হামলার পর ঘটনাস্থলেই তার মৃত্যু নিশ্চিত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
স্থানীয়রা দ্রুত ঘটনাটি পুলিশকে জানালে লালপুর থানার একটি দল ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান।
ওসি নুরুজ্জামান বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তদন্তের মাধ্যমে হত্যার কারণ এবং জড়িতদের সনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”
পরিবার এবং স্থানীয়দের সূত্রে জানা গেছে, সাইফুল ইসলামের সঙ্গে কারও পূর্ব শত্রুতা ছিল কিনা, সে বিষয়ে তারা নিশ্চিত নন। ঘটনাটি উদঘাটনে পুলিশ গুরুত্ব সহকারে কাজ করছে।
স্থানীয়রা দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, অপরাধীদের সনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।