পিরোজপুর প্রতিনিধি ॥ পিরোজপুর জেলার কাউখালী উপজেলার কৃতি সন্তান সাংবাদিক মো. সগীর আহম্মেদ সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৪ ও সনদপত্র অর্জন করেছেন। তিনি বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির মহাসচিব এবং জাতীয় দৈনিক ভোরের পাতা পত্রিকার স্টাফ রিপোর্টার।
গত শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকালে ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্রে সার্ক কালচারাল কাউন্সিলের আয়োজনে এক বিশেষ অনুষ্ঠানে সাংবাদিক মো. সগীর আহম্মেদকে এ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানের আগে “শতাব্দীর শ্রেষ্ঠ মহীয়সী নারী মাদার তেরেসার কর্মময় জীবন” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. এম. এ. সাত্তার এবং সঞ্চালনা করেন সাংবাদিক মঞ্জুর হোসেন ঈসা। সার্ক কালচারাল কাউন্সিলের সাধারণ সম্পাদক মো. আর. কে. রিপন স্বাগত বক্তব্য দেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ধর্ম ও পানি সম্পদ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী এম নাজিম উদ্দিন আল আজাদ। তিনি বলেন, “মাদার তেরেসার মতো মানুষের কল্যাণে নিবেদিতপ্রাণ ব্যক্তিত্বদের কর্ম থেকে আমাদের শিখতে হবে। আজকের সম্মাননা প্রাপ্তদের কাজও মানুষকে অনুপ্রাণিত করবে।”
প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন। তিনি বলেন, “সাংবাদিক সগীর আহম্মেদ দেশের মফস্বল সাংবাদিকতার অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার এ সম্মান আমাদের দেশের গর্ব।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরে বাংলা গবেষণা পরিষদের উপদেষ্টা মো. মোশাররফ হোসেন এবং গীতিকার, সুরকার ও সংগীতশিল্পী মো. মাসুদুর রহমান মিলকী।
সম্মাননা প্রাপ্তির অনুভূতি প্রকাশ করে সাংবাদিক সগীর আহম্মেদ বলেন, “এই সম্মাননা আমাকে অনুপ্রাণিত করবে এবং ভবিষ্যতে আরো ভালো কাজ করতে উৎসাহ দেবে। আমি কৃতজ্ঞ আমার সহকর্মী, পরিবার এবং সার্ক কালচারাল কাউন্সিলের প্রতি।”