বরিশাল প্রতিনিধি ॥ বরিশাল জেলার বানারীপাড়া উপজেলায় অবস্থিত দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী দীনি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলূম হোসাইনিয়া কওমী কেরাতিয়া মাদারসার দুই দিন ব্যাপী ৭৭তম ঐতিহাসিক ওয়াজ মাহফিল ও ওলামা সম্মেলন আগামী ২৫ ও ২৬ ডিসেম্বর '২৪ খ্রি. রোজ বুধ ও বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। মাহফিলের দ্বিতীয় দিন ২৬ ডিসেম্বর সকাল ৯টা থেকে সাবেক তোলাবা ও ওলামা সম্মেলন অনুষ্ঠিত হবে।
দুইদিন ব্যাপী মাহফিলে সভাপতিত্ব করবেন আলহাজ্ব মাওলানা ওবাইদুর রহমান মাহবুব। ১ম দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমিরুল মুজাহিদীন মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম দা. বা. (পীর সাহেব, চরমোনাই)। ২য় দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আলহাজ্ব মাওলানা শামসুল আরেফীন দা. বা. (যুক্তরাষ্ট্র)। এছাড়া আগত বিশিষ্ট উলামায়ে কেরাম ও পীর-মাশায়েখগণ ওয়াজ-নসিহত পেশ করবেন।
১৯৪৮ সালে দক্ষিণবঙ্গের বিশিষ্ট বুযুর্গ, ওলিয়ে কামেল হযরত শাহ সুফী আরেফ আলী রাহিমাহুল্লাহ মাদরাসাটি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠাকাল থেকে মাদরাসাটি দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ খেদমত আঞ্জাম দিয়ে আসছে।