ডেস্ক রিপোর্ট ॥ অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, “নির্বাচনের মাধ্যমে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা দিয়ে আমরা সরে যাব। সরকারের লক্ষ্য হলো চূড়ান্তভাবে একটি নিরপেক্ষ ও সঠিক নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করা। এতে সন্দেহের কোনো সুযোগ নেই।”

শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে নরসিংদীর বেলাব উপজেলা প্রশাসনের আয়োজনে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। সভায় সরকারি দপ্তরের প্রধান, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, “আমাদের প্রথম কাজ হচ্ছে দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনা। এ জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। সরকারের লক্ষ্য হচ্ছে জনগণের আস্থা অর্জন করে একটি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা।”

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “আমরা সব দেশের সঙ্গে সম্মানের ভিত্তিতে সুসম্পর্ক চাই। ভারতকেও আমরা স্পষ্ট বার্তা দিয়েছি, ভালো সম্পর্ক চাই তবে সেটা দুপক্ষের স্বার্থের ভিত্তিতে। কোনো দেশের প্রভাব বা চাপের কাছে নতি স্বীকার করার প্রশ্নই আসে না।”

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল করিম। এ সময় উপস্থিত ছিলেন সেতু বিভাগের সাবেক সচিব মো. জাহিদ হোসেন, এমআরডিআই-এর উপদেষ্টা মো. সাহিদ হোসেন, বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান মোহাম্মদ ওয়াহিদ হোসেন এনডিসি, বিমান বাহিনীর সাবেক এয়ার কমডোর মো. খালিদ হোসেন, সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) আফসান আল আলম, উপজেলা বিএনপির আহ্বায়ক আহসান হাবীব বিপ্লব, সাবেক সভাপতি অ্যাডভোকেট অলিউর রহমান কাওসারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *