পটুয়াখালী প্রতিনিধি ॥ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুরে গ্রীন লাইন পরিবহনের একটি বাসের ধাক্কায় সাগর শিকদার অনু (২৭) নামের এক এনজিও কর্মী নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ছয়টার দিকে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের মুক্তিযোদ্ধা মেমোরিয়াল কলেজ সংলগ্ন সড়কে এই দুর্ঘটনা ঘটে।
সাগর শিকদার মনোহরপুর গ্রামের বাসিন্দা জয়দেব সিকদারের ছেলে। তিনি বেসরকারি উন্নয়ন সংস্থা ‘গুড নেইবার্স’-এর নৈশ প্রহরী এবং অফিস সহায়ক হিসেবে কাজ করতেন। মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাগর শিকদার সকালে কর্মস্থল থেকে মোটরসাইকেলযোগে নিজ বাড়ি মনোহরপুরে ফিরছিলেন। এসময় ঢাকা থেকে কুয়াকাটাগামী গ্রীন লাইন পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। মহিপুর থানার ওসি তরিকুল ইসলাম বলেন, “এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, মহাসড়কে অতিরিক্ত গতিতে চলাচলকারী বাসগুলোর কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তারা দ্রুত এই সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।
এই ঘটনার পর স্থানীয়রা মহাসড়কের যানবাহন নিয়ন্ত্রণে পুলিশের নজরদারি বৃদ্ধির দাবি জানিয়েছেন। এদিকে নিহত সাগরের পরিবার ও সহকর্মীরা এই আকস্মিক মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।