আজকের বাংলা নিউজ :কবি হেলাল হাফিজের প্রথম জানাজা আজ (১৪ ডিসেম্বর)শনিবার সকাল ১১টায় বাংলা একাডেমিতে অনুষ্ঠিত হবে। এরপর বাদ জোহর জাতীয় প্রেসক্লাবে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে এবং পরে মিরপুর শহিদ বুদ্ধিজীবী কবরস্থানে তাঁকে দাফন করা হবে। কবির মরদেহ তাঁর গ্রামের বাড়ি নেত্রকোনায় নেওয়া হবে না, এমনটি জানিয়েছেন তাঁর বড়ভাই দুলাল এ হাফিজ।
শুক্রবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসক কবিকে মৃত ঘোষণা করেন। তিনি ৭৬ বছর বয়সী ছিলেন।
হেলাল হাফিজ ১৯৪৮ সালের ৭ অক্টোবর নেত্রকোনায় জন্মগ্রহণ করেন। তার প্রথম কবিতার বই ‘যে জলে আগুন জ্বলে’ ১৯৮৬ সালে প্রকাশিত হয়, যা ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। তিনি সাংবাদিকতাও করেছেন এবং ‘নিষিদ্ধ সম্পাদকীয়’-এর জন্য বিশেষভাবে পরিচিতি লাভ করেন। ২০১৩ সালে বাংলা একাডেমি পুরস্কারসহ একাধিক সম্মাননা পেয়েছেন তিনি।