আজকের বাংলা নিউজ: ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) তার নির্বাহী পরিষদের সভায়, ১১ ডিসেম্বর ২০২৪, জাতীয় প্রেস ক্লাবে বিভিন্ন বিষয় নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সভায় সাংবাদিকদের বেতন পরিশোধে কর্তৃপক্ষের অব্যাহত টালবাহানা ও চাকরিচ্যুতির ঘটনা, বিশেষভাবে প্রতিদিনের বাংলাদেশ পত্রিকা ও দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি সাঈদ আহমেদ খানকে হত্যার হুমকি এবং মিথ্যা মামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়।

নির্বাহী সদস্য এম. মোশাররফ হোসাইন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ উদ্যোগের কথা জানানো হয়।

ডিইউজে’র সভাপতি মো. শহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক খুরশীদ আলমের নেতৃত্বে অনুষ্ঠিত সভায় পত্রিকার মালিকদের বিরুদ্ধে বেতন-ভাতা পরিশোধে গড়িমশি করার অভিযোগ তোলা হয়, যার কারণে সাংবাদিকরা পরিবারসহ মানবেতর জীবনযাপন করছে। বিশেষত, পতিত ফ্যাসিস্ট সরকারের আমলে সরকারের সুবিধা নেওয়া ব্যক্তিরা সাংবাদিকদের ন্যায্য পাওনা দিতে অস্বীকার করছে।

সভায় দৈনিক ইনকিলাবের মালিক নুরুল ইসলাম ও তার সংক্রান্ত কয়েকটি অনুসন্ধানী প্রতিবেদন নিয়ে ক্ষুব্ধ হয়ে সাঈদ আহমেদ খানকে হত্যার হুমকি ও পত্রিকার সম্পাদকসহ অন্যান্য সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করার ঘটনা উল্লেখ করা হয়। এ বিষয়ে ৪ ডিসেম্বর ডিএমপি ওয়ারি থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

ডিইউজে নির্বাহী পরিষদ এই ঘটনার তদন্ত এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্বারা যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানায়।

এছাড়া, বিগত সরকারের সময় বাংলাদেশ সংবাদ সংস্থায় (বাসস) ব্যাপক অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নিয়োগপ্রাপ্তদের পদোন্নতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। ডিইউজে এই ঘটনার তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।

সভায় বক্তব্য রাখেন ডিইউজে সহ-সভাপতি রাশেদুল হক, যুগ্ম সম্পাদক দিদারুল আলম দিদার, কোষাধ্যক্ষ খন্দকার আলমগীর হোসাইন, প্রচার সম্পাদক আবুল কালাম, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক কবি রফিক লিটন, জনকল্যাণ সম্পাদক সালাহ উদ্দিন রাজ্জাক, দফতর সম্পাদক ইকবাল মজুমদার তৌহিদ, নির্বাহী সদস্য নিজাম উদ্দিন দরবেশ, রাজু আহমেদ, এম মোশাররফ হোসেন, তালুকদা রুমি, আনোয়ারুল হক, আবদুল্লাহ মজুমদার, ফখরুল ইসলাম, দৈনিক আমার দেশ ইউনিট প্রধান বাছির জামাল, বাসস-এর ইউনিট প্রধান ফজলুল হক, দিনকালের ইউনিট প্রধান মিজানুর রহমান, নয়াদিগন্তের হামীম উল কবীর, দিগন্ত টিভির আবু বকর, দৈনিক সমাচারের ইউনিট প্রধান আবু হানিফ, মুক্ত খবরের ডেপুটি ইউনিট প্রধান আবদুর রহিম প্রমুখ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *