আজকের বাংলা নিউজ :পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, দ্রুতই শব্দদূষণ নিয়ন্ত্রণ আইন গেজেট আকারে প্রকাশ হবে। শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে রাজধানীতে অনুষ্ঠিত একটি কর্মসূচিতে তিনি এ তথ্য জানান।

রিজওয়ানা হাসান বলেন, “শব্দদূষণ নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধি ও গাড়িচালকদের পুনঃপ্রশিক্ষণের মাধ্যমে পরিবেশের উন্নতি সাধনে গুরুত্ব দেওয়া হবে।”

তিনি আরও বলেন, ভারত-বাংলাদেশ সম্পর্কের বিষয়ে রাজনৈতিক কারণে যে মেঘ সৃষ্টি হয়েছিল, তা উভয় দেশের স্বার্থে সমাধান করা হয়েছে।

এছাড়া, তিনি রাজনৈতিক দলগুলোর কাছে প্রশ্ন রেখেছেন, “যদি রাজনৈতিক দলগুলো ছাড়া সংস্কার সম্ভব না হয়, তবে গত ৫৩ বছরে কেন কোন সংস্কার করা সম্ভব হয়নি?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *