আজকের বাংলা নিউজ : ঢাকা মহানগরীতে চলাচলকারী বিভিন্ন প্রকার মোটরযানে উচ্চমাত্রার হর্ন ব্যবহার না করতে নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ১২ ডিসেম্বর ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, উচ্চমাত্রার হর্নের কারণে পথচারী, যাত্রী, অন্যান্য গাড়ির চালক, নগরবাসী এবং বিশেষ করে অসুস্থ জনসাধারণের স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে।

এ বিষয়ে সড়ক পরিবহণ আইন-২০১৮ ও সড়ক পরিবহণ বিধিমালা ২০২২ অনুসারে মোটরযান চালকদের উচ্চমাত্রার হর্ন ব্যবহার না করার জন্য অনুরোধ জানানো হয়েছে। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *