আজকের বাংলা নিউজ : দীর্ঘ ১৭ বছর পর গোপালগঞ্জে বিএনপির জেলা কার্যালয় উদ্বোধন করা হয়েছে। আজ (১৩ ডিসেম্বর,২০২৪) শুক্রবার সকালে শহরের গেটপাড়ায় একটি টিনের ঘরে নতুন এই অফিসের উদ্বোধন করেন গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ।
এ সময় তিনি বলেন, “বিগত ১৭ বছরে গোপালগঞ্জে বিএনপির কোনো অফিস রাখা সম্ভব হয়নি, কারণ আইনশৃঙ্খলা বাহিনী আমাদের নেতাকর্মীদের হয়রানি ও নির্যাতন করেছে। তবে, এই নতুন কার্যালয়ের মাধ্যমে দলের কর্মকাণ্ড আরও বেগবান হবে।”
সিরাজুল ইসলাম সিরাজ নেতাকর্মীদের প্রতি সুবিধাবাদীদের এড়িয়ে চলার আহ্বান জানিয়ে বলেন, “এখন আমাদের একমাত্র লক্ষ্য জনগণের স্বার্থ রক্ষা করা।”
উদ্বোধন অনুষ্ঠানে শত শত নেতাকর্মী অংশ নেন এবং পরে তারা বিএনপির ৩১ দফা দাবি সম্বলিত লিফলেট বিতরণ করেন।