পিরোজপুর প্রতিনিধি ॥ পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় ফজলুল করিম আলিম মাদ্রাসা মাঠে আয়োজিত উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলনে উত্তপ্ত রাজনৈতিক বক্তব্য রাখেন ইন্দুরকানী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কটাক্ষ করে বলেন, "আপনার সাহস থাকলে বাংলাদেশে আসুন। আপনার জন্য ফাঁসির দড়ি রেডি আছে।"
বুধবার বিকালে আয়োজিত এই সম্মেলনে মাসুদ সাঈদী দাবি করেন, আওয়ামী লীগ একটি "পাপিষ্ট দল", যারা ছাত্র ও জনতাকে হত্যা করলেও অনুতপ্ত নয়। তিনি শেখ হাসিনার বিরুদ্ধে সরাসরি মন্তব্য করে বলেন, "যদি আপনি শেখের বেটি হন তবে বাংলাদেশে আসুন।"
তিনি আরও বলেন, "নির্বাচনের আগে দেশের সংস্কার প্রয়োজন। শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা রাষ্ট্রের প্রতিটি সেক্টরে লুকিয়ে আছে। তাই সংস্কার ছাড়া নির্বাচন হলে ফলাফল একই থাকবে।"
সাঈদী ১৭ বছরের আন্দোলন সংগ্রামের উল্লেখ করে বলেন, "২০২৪ সালে ছাত্র-জনতার রক্তের বিনিময়ে যে পরিবর্তন এসেছে তা শুধু ক্ষমতায় যাওয়ার জন্য নয়। এটি ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার জন্য।"
সম্মেলনে আরও বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশন পিরোজপুর জেলার সাবেক সভাপতি অধ্যক্ষ মো. জহিরুল হক, বর্তমান সভাপতি ছিদ্দিকুল ইসলাম খন্দকার, সহ-সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক মো. শাহ জালাল এবং উপজেলা জামায়াতের আমীর মাওলানা আলী হোসেন।
বক্তারা সকলেই ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থার প্রয়াসে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। সম্মেলনে কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।