ডেস্ক রিপোর্ট ॥ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সময়ে রাজনৈতিক সংগ্রাম আর মিছিল বা সমাবেশে সীমাবদ্ধ নেই, এটি এখন একটি সাইবার যুদ্ধ। তিনি নেতাকর্মীদের তথ্যপ্রযুক্তির সঠিক ব্যবহার করে দলের আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান। মঙ্গলবার (১০ ডিসেম্বর) লন্ডন সফরে থাকা অবস্থায় যুক্তরাজ্য বিএনপির সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, বিএনপি গণতন্ত্রের জন্য দীর্ঘকাল ধরে সংগ্রাম করে আসছে। তবে তার মতে, এই সংগ্রাম শুধু রক্তপাত কিংবা প্রতিহিংসার নয়, বরং সকলকে ঐক্যবদ্ধভাবে দেশের উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে চালিয়ে যেতে হবে। তিনি বলেন, "বিএনপি সবসময় জনগণের অধিকার রক্ষায় লড়াই করেছে এবং ভবিষ্যতেও তা চালিয়ে যাবে।"
এছাড়াও, মির্জা ফখরুল আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের ভাবমূর্তি রক্ষা করার দায়িত্ব প্রবাসীদের উপর অর্পণ করেন। তিনি বিশেষ করে ভারতের বিরুদ্ধে একটি অপপ্রচার চালানোর কথা উল্লেখ করে বলেন, "৫ আগস্টের পর বিএনপির বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে ভারত, মিথ্যা তথ্য প্রচার করেছে। আমাদের এই অপপ্রচারের বিরুদ্ধে একজোট হয়ে লড়াই চালাতে হবে।"
আওয়ামী লীগ সরকারের আমলে সৃষ্ট "ভয়ের রাজত্ব" সম্পর্কে আলোচনা করেন মির্জা ফখরুল। তিনি বলেন, "অতীতের ঘটনাবলী থেকে আমরা শিক্ষা নিয়ে আমাদের সংগ্রাম অব্যাহত রেখেছি। অনেকেই আশা হারালেও বিএনপি কখনো বসে থাকেনি।" তিনি আরও বলেন, "বিএনপি কেবল ক্ষমতার জন্য লড়াই করছে না, বরং ন্যূনতম গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্যও আন্দোলন শুরু করেছিল।"
নতুন রাজনৈতিক ভবিষ্যতের লক্ষ্যে ৩১ দফা ঘোষণা করার কথাও তুলে ধরেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, "আমরা একটি নতুন দেশ, নতুন স্বপ্নের জন্য কাজ করছি, এবং জনগণের সমর্থন পেলে আমরা সেই লক্ষ্য বাস্তবায়ন করব।"