ডেক্স রিপোর্ট: ভারতের আগরতলায় বাংলাদেশের কূটনৈতিক মিশনে সম্প্রতি হামলার ঘটনা মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রেস ব্রিফিংয়ে উঠে এসেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, যুক্তরাষ্ট্র আশা করে বাংলাদেশ ও ভারত শান্তিপূর্ণভাবে তাদের মধ্যে বিবাদমান মতপার্থক্য দূর করবে।

(১০ ডিসেম্বর,২০২৪) মঙ্গলবার এক প্রেস ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে মিলার বলেন, যুক্তরাষ্ট্র চায় সকল পক্ষ তাদের মতবিরোধ শান্তিপূর্ণভাবে সমাধান করুক। তিনি ভারত ও বাংলাদেশের মধ্যে গত কয়েকদিনে ঘটিত সহিংস হামলার ঘটনার প্রেক্ষিতে এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ককে অগ্রাধিকার দেয় মার্কিন প্রশাসন এবং সম্প্রতি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *