ডেক্স রিপোর্ট :বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) অঙ্গ সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা ভারতের আগরতলা অভিমুখে লংমার্চ শুরু করেছেন। ১১ ডিসেম্বর সকাল ৯টায় নয়াপল্টন থেকে এই লংমার্চের উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। লংমার্চটি আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা, বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা ও সাম্প্রদায়িক দাঙ্গার ষড়যন্ত্রের প্রতিবাদে আয়োজিত হচ্ছে।
এদিনের কর্মসূচিতে যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের নেতাকর্মীরা জাতীয় পতাকা, ফেস্টুনসহ অংশগ্রহণ করেন। তাঁরা আখাউড়া পৌঁছানোর আগে কয়েকটি পথসভা আয়োজন করবেন। এর আগে, ৮ ডিসেম্বর, ঢাকা শহরের রামপুরা ব্রিজে ভারতীয় হাইকমিশনের দিকে পদযাত্রা আয়োজন করলেও আইনশৃঙ্খলা বাহিনী তাকে আটকে দেয়।