ডেক্স রিপোর্ট : ঢাকার উত্তরা এলাকায় ১০ ডিসেম্বর ইসকনের একজন সদস্যের ওপর হামলা হওয়ার খবর ভারতীয় সংবাদমাধ্যম এবিপি আনন্দ ও সংবাদ প্রতিদিনসহ অন্যান্য কিছু সংবাদমাধ্যমে প্রচারিত হয়েছে। তবে, স্থানীয় ইসকন মন্দিরের পুরোহিত কৃষ্ণ প্রিয় নিতাই দাস এবং ঢাকা পুলিশ জানান, এমন কোন হামলার ঘটনা তাদের জানা নেই।
বাংলাদেশ ইসকনের কেন্দ্রীয় নেতা হৃষিকেশ গৌরাঙ্গ দাস জানিয়েছেন, সম্প্রতি উত্তরা এলাকায় একটি পারিবারিক ঘটনা ঘটেছে, যা ভুলভাবে সাম্প্রদায়িক রূপ দেওয়া হচ্ছে। তিনি আরও জানান, ওই ঘটনায় জড়িত যুবক ইসকন সদস্য নন।
ভারতীয় মিডিয়া "ভুক্তভোগীর" পরিচয় বা বক্তব্য প্রকাশ না করায় এবং বাংলাদেশ পুলিশের কোন তদন্ত রিপোর্ট না থাকায়, ঘটনাটি উদ্দেশ্যপ্রণোদিত ও অসত্য হিসেবে চিহ্নিত হচ্ছে।