জয়পুরহাট প্রতিনিধি ॥ জয়পুরহাটের পাঁচবিবি সীমান্ত দিয়ে পাচারের উদ্দেশ্যে আনা পাঁচটি সোনার বারসহ এক যুবককে আটক করেছে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। মঙ্গলবার সকালে বাগজানা নামক স্থানে ঢাকা থেকে ছেড়ে আসা হিলিগামী যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত যুবকের নাম বাবু। তিনি মানিকগঞ্জ জেলার সিঙ্গাইল উপজেলার আজিমপুর গ্রামের নূর মোহাম্মদের ছেলে।
জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. রফিকুল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, ঢাকা থেকে দিনাজপুরের হিলি সীমান্ত এলাকায় কয়েকজন যুবক সোনার বার পাচারের উদ্দেশ্যে আসছে। এ তথ্যের ভিত্তিতে পাঁচবিবি উপজেলার বাগজানা নামক স্থানে ঢাকা-মেট্রো-১২-৩৪৮৪ নম্বরের অরিণ বাসে তল্লাশি চালানো হয়।
তল্লাশির সময় বাবুর আচরণ সন্দেহজনক মনে হলে তার শরীর পরীক্ষা করা হয়। এ সময় অভিনব পদ্ধতিতে তার পায়ের জুতার ভেতর লুকানো অবস্থায় পাঁচটি সোনার বার উদ্ধার করা হয়। সোনার বারগুলো পাচারের জন্য সীমান্তে নিয়ে যাওয়া হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে।
উদ্ধারকৃত সোনার বারগুলো আইন অনুযায়ী চোরাচালান হিসেবে গণ্য করে বাবুর বিরুদ্ধে পাঁচবিবি থানায় সোনা চোরাচালান আইনে মামলা দায়ের করা হয়েছে। এরপর তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, সোনা চোরাচালান রোধে সীমান্ত এলাকায় তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয় পদক্ষেপে এই ধরনের অপরাধ দমন সহজ হবে বলে আশা প্রকাশ করেন পরিদর্শক রফিকুল ইসলাম।