ডেস্ক রিপোর্ট ॥ বিশ্ববিখ্যাত বিজ্ঞান সাময়িকী ‘নেচার’ ২০২৪ সালের বিজ্ঞানের অগ্রগতিতে বিশেষ ভূমিকা রাখা ১০ ব্যক্তির তালিকা প্রকাশ করেছে। এ তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, অর্থনীতিবিদ এবং নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস। তিনি ৭ নম্বরে অবস্থান করছেন এবং তাকে ‘নেশন বিল্ডার’ হিসেবে আখ্যায়িত করা হয়েছে।

 

সোমবার (৯ ডিসেম্বর) ‘নেচার’ এর ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, বিজ্ঞানের অগ্রগতিতে অবদান রাখা ব্যক্তিদের এই তালিকায় শীর্ষে রয়েছেন একহার্ড পেইক, যিনি কোয়ান্টাম অপটিক্স এবং পারমাণবিক পদার্থবিজ্ঞানে অসামান্য অবদান রেখেছেন। তার কাজের জন্য তাকে ‘ফাদার টাইম’ খেতাব দেওয়া হয়েছে।

 

ড. ইউনূস সম্পর্কে *নেচার* প্রতিবেদনে বলা হয়েছে, তার ছয় দশকের দীর্ঘ কর্মজীবনে তিনি দারিদ্র্য বিমোচনের জন্য নতুন ধারণার পরীক্ষণ করেছেন, যা তাকে বিশ্বব্যাপী খ্যাতি এনে দেয়। বিশেষত, তার প্রবর্তিত ক্ষুদ্রঋণ মডেল এবং গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার মাধ্যমে তিনি দারিদ্র্য হ্রাসে বৈশ্বিক আন্দোলন শুরু করেন।

 

ড. ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে সরকারের পুনর্গঠন প্রক্রিয়া চলছে। ৫ আগস্ট ২০২৪ সালে দেশে সরকার পতনের পর, আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীরা তাকে সরকার প্রধানের দায়িত্ব নিতে আমন্ত্রণ জানায়। এর পর থেকেই তিনি দেশ সংস্কারের জন্য কাজ করে যাচ্ছেন। বর্তমানে তার সামনে এক বিরাট চ্যালেঞ্জ, যা হচ্ছে ১৭ কোটি মানুষের এই দেশে দুর্নীতি দূর করা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং নাগরিক অধিকার রক্ষা করা। জনগণ জানতে চায়, তিনি কীভাবে এই বিশাল পরিবর্তন আনতে সক্ষম হবেন।

 

ব্রিটিশ শাসিত চট্টগ্রামে জন্মগ্রহণকারী ড. ইউনূস ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার গবেষণা এবং সৃজনশীল উদ্যোগ তাকে বিশ্বব্যাপী বিশেষজ্ঞদের মাঝে একটি অনুপ্রেরণা হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

 

ড. ইউনূসের এই আন্তর্জাতিক স্বীকৃতি বাংলাদেশের জন্য গর্বের বিষয় এবং তার কাজ ভবিষ্যতে আরও অনেক মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *