আন্তর্জাতিক ডেস্ক ॥ বাংলাদেশ জাতিসংঘ মানবাধিকার পরিষদের ২০২৫ সালের ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) জেনেভায় পরিষদের এক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। বাংলাদেশের প্রতিনিধি আগামী বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এই দায়িত্ব পালন করবেন। ২০০৬ সালে পরিষদটির প্রতিষ্ঠার পর এই প্রথমবারের মতো বাংলাদেশ ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত হলো।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের ভাইস প্রেসিডেন্ট হিসেবে বাংলাদেশ দায়িত্ব পালন করবে জেনেভায় নিযুক্ত তার স্থায়ী প্রতিনিধির মাধ্যমে। মানবাধিকার পরিষদের ব্যুরো পাঁচটি আঞ্চলিক গ্রুপের প্রতিনিধিদের নিয়ে গঠিত, যেখানে একজন প্রেসিডেন্ট এবং চারজন ভাইস প্রেসিডেন্ট অন্তর্ভুক্ত থাকেন।
২০২৪ সালের অক্টোবর মাসে বাংলাদেশ এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রতিনিধি হিসেবে ভাইস প্রেসিডেন্ট পদে প্রার্থিতা জমা দেয়। এই অঞ্চলের সদস্য রাষ্ট্রগুলো বাংলাদেশকে সমর্থন করে এবং পরে সর্বসম্মতিক্রমে নির্বাচিত করে।
বিশেষজ্ঞরা মনে করছেন, জাতিসংঘ মানবাধিকার পরিষদের ভাইস প্রেসিডেন্ট পদে বাংলাদেশের নির্বাচিত হওয়া বহুপাক্ষিক কূটনীতিতে দেশের ক্রমবর্ধমান প্রভাব এবং আন্তর্জাতিক মানবাধিকারের উন্নয়নে বাংলাদেশের প্রতিশ্রুতির প্রতিফলন।
বাংলাদেশ দীর্ঘদিন ধরে জাতিসংঘে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে আসছে। এই অর্জন বাংলাদেশের বৈশ্বিক নেতৃত্বের অবস্থানকে আরও সুসংহত করবে এবং মানবাধিকার নিয়ে কাজ করার সুযোগকে আরও প্রসারিত করবে।
বাংলাদেশের এই অর্জন মানবাধিকার সুরক্ষায় দেশের ইতিবাচক ভূমিকা এবং আন্তর্জাতিক অঙ্গনে তার দায়িত্বশীল অবস্থানের স্বীকৃতিস্বরূপ বিবেচিত হচ্ছে।