বরিশাল প্রতিনিধি ॥ আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বরিশালের সরকারি ব্রজমোহন (বিএম) কলেজসহ সাতটি শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে গুম ও নিপীড়নের শিকার নেতাকর্মীদের মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুর ১২টায় বিএম কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা আওয়ামী লীগ সরকারের আমলে গুম ও নিপীড়নের শিকার হওয়া ছাত্রদল নেতাদের মুক্তি এবং হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেন। তারা বলেন, শুধুমাত্র ছাত্রদল নয়, গুমের শিকার সব নাগরিককেও অবিলম্বে মুক্তি দিতে হবে। একইসঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্যাতন ও নির্মম হত্যাকাণ্ড বন্ধের দাবি জানানো হয়।
মানববন্ধনে গুম হওয়া দুই ভাই ফিরোজ খান কালু ও মিরাজ খানের মা ফিরোজা বেগম, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর, সিনিয়র সহ-সভাপতি তরিকুর ইসলাম তারেক, বিএম কলেজ ছাত্রদল নেতা বাবু, ইলিয়াস তালুকদার, বাবর এবং রায়হান উপস্থিত ছিলেন।
ফিরোজা বেগম বলেন, “আমার দুই ছেলে ফিরোজ ও মিরাজকে নির্মমভাবে গুম করা হয়েছে। আমি তাদের ফিরে পাওয়ার আকুতি জানাই। আমার ছেলেদের মতো আর কারও পরিবার যেন এ কষ্ট না পায়।”
ছাত্রদলের মহানগর সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর বলেন, “আওয়ামী লীগ সরকারের সময় গুম ও হত্যার ঘটনা দেশের নাগরিকদের জন্য বড় আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে। আমরা সকল গুমের শিকারদের মুক্তি চাই। এ ঘটনার বিচার না হলে ছাত্রদল রাজপথে আন্দোলনে নামতে বাধ্য হবে।”
মানবাধিকার দিবসের এই কর্মসূচি বরিশালের সাতটি শিক্ষাপ্রতিষ্ঠানে আয়োজন করা হয়। ছাত্রদল জানায়, এ ধরনের কর্মসূচি সারা দেশে চলমান থাকবে।