সাতক্ষীরা প্রতিনিধি ॥ সাতক্ষীরার আশাশুনির চাপড়া মৌজায় মরিচ্চাপ নদী খননে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) প্রস্তাবিত নকশা বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় এলাকাবাসী। মঙ্গলবার বিকালে চাপড়া মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে শত শত নারী-পুরুষ অংশগ্রহণ করেন। ক্ষতিগ্রস্ত এলাকার মানুষ এ কর্মসূচি আয়োজন করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন পূর্ব চাপড়া গ্রামের বাসিন্দা আইয়ুব আলী সরদার, আজহারুল সরদার, আফজাল হোসেন, রফিকুল ইসলামসহ আরও অনেকে। তারা অভিযোগ করেন, পাউবোর নকশা রেকর্ডীয় জমি অগ্রাহ্য করে অন্যায়ভাবে প্রণীত হয়েছে।

বক্তারা জানান, ডি.এস রেকর্ড অনুযায়ী মরিচ্চাপ নদীর প্রস্থ ছিল ৮০০ থেকে ১১০০ ফুট। তবে পাউবোর প্রস্তাবিত নকশা বাস্তবায়িত হলে তা সরকারি খাস জমির পরিবর্তে স্থানীয়দের ব্যক্তিগত জমির ওপর দিয়ে বাস্তবায়ন করা হবে। এ অবস্থায় দুই তীরের শত শত পরিবার ঘরবাড়ি, মৎস্য ঘের ও কবরস্থানের মতো গুরুত্বপূর্ণ স্থাপনার ক্ষতির মুখে পড়বে।

স্থানীয়দের মতে, সরকারিভাবে নদী খনন একটি উন্নয়নমূলক কাজ। তবে এর নামে রেকর্ডীয় জমি ব্যবহার করা হলে তা অমানবিক। বক্তারা আরও বলেন, “সরকারি খাস জমি থাকা সত্ত্বেও রেকর্ডীয় জমির ওপর খনন প্রস্তাব করা সম্পূর্ণ অন্যায়।”

মানববন্ধনে উপস্থিতরা সিএস, এসএ এবং আরএস রেকর্ড অনুযায়ী নদী খননের দাবি জানান। তারা বলেন, “আমরা উন্নয়নের বিরোধী নই। তবে আমাদের রেকর্ডীয় জমি রক্ষার জন্য সঠিক নকশা অনুযায়ী কাজ করতে হবে।”

স্থানীয়রা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেন, “রেকর্ড অনুযায়ী নদী খনন করতে হবে, যাতে কেউ ক্ষতিগ্রস্ত না হয়।”

স্থানীয়দের মতে, প্রস্তাবিত নকশা বাস্তবায়িত হলে কেবল ব্যক্তিগত সম্পত্তি ক্ষতিগ্রস্ত হবে না, বরং পরিবেশের ওপরও নেতিবাচক প্রভাব পড়বে। কবরস্থান, মৎস্য ঘের এবং বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হলে ওই অঞ্চলের বাসিন্দাদের জীবনযাত্রা আরও কঠিন হয়ে পড়বে।

স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের প্রতি তাদের আবেদন, উন্নয়নের জন্য সঠিক ও ন্যায়সংগত নকশা তৈরি করা হোক, যাতে সকলের অধিকার রক্ষিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *