জয়পুরহাট প্রতিনিধি ॥ জয়পুরহাটের পাঁচবিবিতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তা প্রদান করা হয়েছে।
সোমবার বিকেলে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে উপজেলা প্রশাসন ও উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ২ বান্ডিল ঢেউটিন (১৬ পিস), নগদ ৬ হাজার টাকা, ৩০ কেজি খাবার চাল ও ৫’টি কম্বল প্রদান করা হয়।
গত ৬ ডিসেম্বর শুক্রবার উপজেলার গোপিনাথপুর গ্রামের আতাউর রহমানের ছেলে আনিছুর রহমানের বাড়িতে আগুন লাগে। আগুনে আনিছুরের ৩’টি ঘর সম্পূর্ন পুড়ে ছাই হয়ে যায়। আগুনে ১০টি কবুতর পুড়ে মারা যায় এবং জীবনের ঝুঁকি নিয়ে আনিছুর গোয়াল ঘরে বাঁধা ৪’টি গরু বের করলেও ১’টি গরুর
অর্ধে শরীর পুড়ে ক্ষতি হয়।
এ মৌসুমের জমির ৫০ মন আমন ধান ও ১০ মন চালও পুড়ে সম্পূর্ন ক্ষতিগ্রস্থ হয়েছে। উপজেলা পরিষদ প্রাঙ্গনে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ আনিছুরের হাতে এসব সহায়তার অনুদান তুলে দেন পাঁচবিবির উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমুদুল হাসান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আবু বকর সিদ্দিক ও আয়মারসুলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মামুনুর রশিদ মিলটন।