হিলি প্রতিনিধি ॥ দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হাকিমপুর হিলিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে দূর্নীতি দমন ও প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা এবং মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) সকালে দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে জনসচেতনতা মূলক আলোচনা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় হাকিমপুর উপজেলা দূর্নীতি দমন ও প্রতিরোধে কমিটির সভাপতি মোঃ রকিব উদ্দিন মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়।
আরও বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আহমদ আহসান হাবিব, উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃআরজেনা বেগম, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সামছুল আলম, দূর্নীতি প্রতিরোধ কমিটির নেতা জাহাঙ্গীর আলম, একাডেমিক সুপার ভাইজার সাখাওয়াত হোসেন, প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম, প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম টুকু, অধ্যক্ষ মাওঃ মামুনুর রশীদ, শিক্ষার্থী হাফসা আক্তার হাসু সহ আরও অনেকে।
এসময় বক্তারা বৈষম্য বিরোধী ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।