হিলি প্রতিনিধি ॥ দিনাজপুরের হাকিমপুর হিলি উপজেলায় গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতার ঘটনায় দায়েরকৃত দুই শিক্ষার্থী হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ও আলিহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু সুফিয়ানকে গ্রেফতার করেছে হাকিমপুর থানা পুলিশ। রবিবার (৮ ডিসেম্বর) দিবাগত রাত ১১টার দিকে কাশিয়াডাঙ্গা গ্রামে এক ধর্মীয় মাহফিলের পাশে পাকা রাস্তায় গল্প করতে থাকা অবস্থায় তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত আবু সুফিয়ান আলিহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় রইচ উদ্দিনের ছেলে। হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সুজন মিঞা এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, ৫ আগস্টের সহিংসতার পর থেকে পলাতক ছিলেন আবু সুফিয়ান। শিক্ষার্থী হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার ও সার্কেল এএসপির দিকনির্দেশনায় ওসি সুজন মিঞা, তদন্ত কর্মকর্তা এসআই মোস্তাফিজুর রহমান, এসআই হামিদুল ও এসআই সুজা মিয়ার নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল তাকে গ্রেফতার করে।

পুলিশ আরও জানায়, সহিংসতার পর নিয়মিতভাবে ইউনিয়ন পরিষদের কার্যক্রমে অনুপস্থিত থাকায় গত ১৯ নভেম্বর প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয় ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য আল-ইমরানকে।

গ্রেফতারের পর আবু সুফিয়ানকে থানায় এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সোমবার দিনাজপুর জেল হাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে নিশ্চিত করেছেন ওসি সুজন মিঞা।

হাকিমপুর থানা মামলা নম্বর ০৭-এর আওতায় অভিযুক্ত আবু সুফিয়ান দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে পুলিশের হাতে ধরা পড়লেন। ছাত্র হত্যার ঘটনায় জড়িত অপরাধীদের দ্রুত শাস্তি নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে বলে আশ্বাস দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *