টাঙ্গাইল প্রতিনিধি ॥ টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের হেমনগর বাজারে কালী মন্দিরের সামনে সম্প্রদায়িক উসকানি ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
হেমনগর ইউনিয়নের সর্বস্তরের সনাতন ধর্মাবলম্বীদের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলটি হেমনগর বাজার কালী মন্দিরের সামনে থেকে শুরু হয়ে কলেজ রোড প্রদক্ষিণ করে পুনরায় কালী মন্দিরে এসে শেষ হয়। সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ভারতীয় কিছু মিডিয়া বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করছে, যা একেবারেই অগ্রহণযোগ্য। এসব সংবাদ সাম্প্রদায়িক উসকানি দিতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।
সমাবেশে হেমনগর ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম রোজ তালুকদার বলেন, "আমরা বাংলাদেশের সব ধর্মের মানুষ মিলেমিশে একত্রে বসবাস করছি। কোনো ধরনের সাম্প্রদায়িক উসকানির স্থান এখানে নেই।" হেমনগর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর খান বলেন, "আমরা এই ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ জানাই।"
বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সোহেল তালুকদার, হেমনগর যুবদলের সভাপতি জাহাঙ্গীর তালুকদার, প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক গৌড় চন্দ্রপত্র, স্বর্ণ ব্যবসায়ী নিতাই চন্দ্র পদ্দার, হেমনগর জমিদারের উত্তরসূরী খোকন চক্রবর্তী, এবং গৌরাঙ্গ চন্দ্র পাল।
বক্তারা জোর দিয়ে বলেন, "বাংলাদেশ একটি শান্তিপ্রিয় দেশ, যেখানে সব ধর্মের মানুষ একসঙ্গে শান্তিপূর্ণভাবে বসবাস করে। ভারতীয় মিডিয়ার এই ধরনের মিথ্যা প্রচারণা আমাদের সম্প্রীতিকে ব্যাহত করতে পারে।"
উপস্থিত ছিলেন হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ এবং বিভিন্ন গোত্রের প্রতিনিধি। তারা সকলেই এ ধরনের মিথ্যা সংবাদ বন্ধের জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।