মৌলভীবাজার প্রতিনিধি ॥ ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ এই শ্লোগান নিয়ে সারা দেশের ন্যায় শ্রীমঙ্গলেও পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস।
সোমবার (৯ ডিসেম্বর) সকালে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় ও দুদক পতাকা উত্তোলন এবং মানববন্ধন শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) শ্রীমঙ্গলে আয়োজনে এবং সচেতন নাগরিক কমিটি(সনাক), টিআইবি শ্রীমঙ্গলের সহযোগীতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক এবিএম মোখলেছুর রহমান।
‘দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইসলাম উদ্দিন।
দুপ্রক সদস্য সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: সালাউদ্দিন বিশ্বাস, শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আমিনুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রবীণ সাংবাদিক সৈয়দ নেসার আহমদ, সচেতন নাগরিক কমিটি (সনাক) টিআইবি শ্রীমঙ্গল সভাপতি দ্বীপেন্দ্র চন্দ্র ভট্টাচার্য।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন দুপ্রকের সাধারণ সম্পাদক মো: আব্দুর রউফ তালুকদার, সহসভাপতি এ.এন. এম ওয়াহিদুজ্জামান, সনাকের সহসভাপতি গীতা গোস্বামী, সাংবাদিক শামীম আক্তার হোসেন, মো: সাইফুল ইসলাম, শিক্ষক মো: আব্দুর রহমান, ইউপি চেয়ারম্যান মো: মিছলু আহমেদ চৌধুরী, এনজিও প্রতিনিধি তামান্ন আহমেদ ও টিআইবি এরিয়া কো-অডিনেটর মো: আবু বকর প্রমুখ।
অনুষ্ঠানে সরকারি-বেসরকারী ও এনজিও প্রতিষ্ঠানের প্রতিনিধি, সাংবাদিক, ব্যবসায়ী, শিক্ষক, শিক্ষার্থী, সনাকের ইয়েস, এসিজি, সনাক ও দুপ্রকের সদস্যসহ বিভিন্ন শ্রেণীর পেশার লোকজন উপস্থিত ছিলেন।