বরিশাল প্রতিনিধি ॥ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় হাসপাতালের উন্নয়নে তথ্য ও পরামর্শ দিয়ে সহযোগিতার আহ্বান জানিয়েছেন। সোমবার দুপুরে বরিশালের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার শতাধিক সাংবাদিকদের নিয়ে হাসপাতালের ৩য় তলার মেডিসিন সেমিনার রুমে এই সভা অনুষ্ঠিত হয়।

ব্রিগেডিয়ার জেনারেল মশিউল মুনীর বলেন, “আমার দায়িত্ব হলো রোগীদের সেরা মানের সেবা নিশ্চিত করা। সেনাবাহিনীর স্বচ্ছতা এবং দক্ষতার মানদন্ড বজায় রাখতে, সকলের সহযোগিতায় হাসপাতালের অনিয়ম ধীরে ধীরে দূর করা হবে। জনস্বার্থে কাজ করতে লুকোচুরি নয় বরং খোলামেলা আলোচনা এবং সমাধানের উদ্যোগ প্রয়োজন।”

এ সময় হাসপাতালের দীর্ঘদিনের সমস্যা সমাধানে জনবল নিয়োগ, নষ্ট যন্ত্রপাতি মেরামত, অবকাঠামোগত উন্নয়ন, রোগীদের খাবারের মান বৃদ্ধিসহ দালাল চক্র নিয়ন্ত্রণ এবং দর্শনার্থীদের প্রবেশ নিয়ন্ত্রণে পদক্ষেপ নেয়ার পরামর্শ দেন সাংবাদিকরা।

সভায় বরিশাল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কাজী আল মামুন, বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি কাজী আবুল কালাম আজাদ এবং বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ সহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এদিকে ব্রিগেডিয়ার মুনীর তার দায়িত্ব গ্রহণের পর থেকেই হাসপাতালের উন্নয়নে ধারাবাহিক উদ্যোগ নিয়েছেন। ইতোমধ্যে তিনি বিভিন্ন ইউনিট প্রধান, চিকিৎসক এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেছেন।

ডা. মুনীর রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করার পর সেনাবাহিনীর মেডিকেল কোরে যোগ দেন। তিনি হাসপাতাল ব্যবস্থাপনায় স্নাতকোত্তর, এমফিল এবং দুর্যোগ ব্যবস্থাপনায় মাস্টার্স করেছেন।

উল্লেখ্য, ব্রিগেডিয়ার মুনীর ঢাকা, বগুড়া এবং রংপুর সিএমএইচ পরিচালনার অভিজ্ঞতাসম্পন্ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *