কক্সবাজার প্রতিনিধি ॥ মিয়ানমারের রাখাইন রাজ্যের অস্থিতিশীল পরিস্থিতির কারণে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের টহল কার্যক্রম ব্যাপকভাবে জোরদার করেছে। টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) জানিয়েছে, সীমান্তে নিছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে দিন-রাত ২৪ ঘন্টা টহল চালানো হচ্ছে।
সোমবার (৯ ডিসেম্বর) বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের অধীনস্থ বিআরএম-৬ থেকে বিআরএম-১০ পর্যন্ত নাফ নদীর ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলোতে এবং বাংলাদেশের জলসীমায় অবস্থিত দ্বীপগুলোতে নৌ টহল পরিচালনা করে। বিজিবি জানিয়েছে, সীমান্তের যেকোনো অপতৎপরতা রোধে তারা সর্বদা প্রস্তুত রয়েছে।
টেকনাফ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সৈয়দ ইশতিয়াক মুর্শেদ বলেন, “বিজিবি সীমান্তে সম্পূর্ণ সতর্ক অবস্থায় রয়েছে এবং কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি এড়াতে জলে ও স্থলে টহল অব্যাহত রেখেছে। সীমান্তে যেকোনো অপতৎপরতা প্রতিহত করতে বিজিবি প্রতিজ্ঞাবদ্ধ।”
তবে সীমান্তবর্তী এলাকা টেকনাফের জনগণের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। গত দুই দিন ধরে মিয়ানমারের রাখাইন রাজ্যে থেমে থেমে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। এতে সীমান্তের এপারের বসতবাড়ি কেঁপে উঠছে এবং স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
এদিকে, সীমান্তে বর্তমান পরিস্থিতির বিষয়ে বিজিবি তাদের নজরদারি আরও জোরদার করেছে। সীমান্ত এলাকায় বিদ্যমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে।