বরিশাল প্রতিনিধি ॥ “নারী-কন্যার সুরক্ষা করি, সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি” প্রতিপাদ্যে বরিশালের হিজলা উপজেলায় উদযাপিত হয়েছে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৪। এ উপলক্ষে হিজলা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে ৯ ডিসেম্বর সকালে আলোচনা সভা ও র‍্যালির আয়োজন করা হয়।

সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন হিজলা উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর হোসেন।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার (অ.দা) শাহরিন আফরোজ, অতিরিক্ত উপজেলা কৃষি অফিসার নার্গিস আক্তার, থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মহিউদ্দিন।

রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্যসচিব এড. দেওয়ান মনির হোসাইন এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আলতাফ হোসেন খোকন। এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।

বক্তারা নারী অধিকার, নির্যাতন প্রতিরোধ এবং সমাজে নারীর সমান অংশগ্রহণ নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন। সভায় অংশগ্রহণকারীরা নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান জানান।

আলোচনা সভার পর, উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি হিজলা উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। র‍্যালিতে অংশগ্রহণকারীরা নারী সুরক্ষা এবং সহিংসতা মুক্ত সমাজ গঠনের প্রতিজ্ঞা ব্যক্ত করেন।

উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর হোসেন বলেন, “নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে হলে নারীর প্রতি সহিংসতা বন্ধের পাশাপাশি সমতার পরিবেশ নিশ্চিত করতে হবে। এই লক্ষ্য অর্জনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *