জয়পুরহাট প্রতিনিধি ॥ “দুর্নীতির বিরুদ্ধে তারণ্যের একতা- গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবিতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে।
সোমবার সকাল ১০’টায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল হাই এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তক্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমুদুল হাসান।
অন্যান্যদের বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাঃ মাহমুদা খাতুন পপি,যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান খান, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ ওবায়দুর রহমান,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ আবু বকর সিদ্দিক,বাগজানা ইউপি চেয়ারম্যান মোঃ নাজমুল হক,আয়মারসুলপুর ইউপি চেয়ারম্যান মোঃ মামুনুর রশিদ মিল্টনসহ অনেকেই। এর আগে উপজেলা চত্বরে জাতীয় পতাকা উত্তোলন শেষে রেলওয়ে স্টেশনের পাশ্বে দুর্নীতি বিরোধী একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।