ঝালকাঠি প্রতিনিধি ॥ ঝালকাঠির রাজাপুরে বাংলাদেশ বিরোধী ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় রাজাপুর উপজেলার বাগড়ী বাজার এলাকায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের রাজাপুর শাখা এ সভার আয়োজন করে। প্রতিবাদ সভাটি উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্ট রাজাপুর শাখার সভাপতি স্বপন দাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও পূজা উদযাপন পরিষদের সভাপতি রতন দেবনাথ।

সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি তালুকদার আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আকন, কেন্দ্রীয় ওলামা দলের সদস্য সচিব অ্যাডভোকেট মাওলানা আবুল হোসেন এবং রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহিদুল ইসলাম।

বক্তারা বলেন, “বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে ভারতীয় আগ্রাসন মেনে নেওয়া যাবে না। সনাতন ধর্মাবলম্বীরা বাংলাদেশের মুক্তি সংগ্রামে অবদান রেখেছে, কিন্তু বর্তমান পরিস্থিতিতে তারা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হলে পারস্পরিক সম্মান ও নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে।”

সভায় বক্তারা দেশের সার্বভৌমত্ব রক্ষায় সনাতন ধর্মাবলম্বী, মুসলিম ও অন্যান্য সম্প্রদায়ের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তাঁরা বলেন, এ ধরনের আগ্রাসন দেশের সার্বিক উন্নয়নে বাধা সৃষ্টি করছে। এজন্য সবাইকে সচেতন হতে হবে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *