ডেক্স রিপোর্ট : বাংলাদেশের জাতীয়তাবাদী দল (বিএনপি) এর তিনটি অঙ্গ সংগঠন আজ(৮ ডিসেম্বর,২০২৪) রোববার ঢাকায় ভারতীয় হাইকমিশন অভিমুখে প্রতিবাদী পদযাত্রা ও স্মারকলিপি প্রদান করবে।
ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, জাতীয় পতাকার অবমাননা এবং সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে এই পদযাত্রার আয়োজন করা হয়েছে।
এ কর্মসূচিতে বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল যৌথভাবে অংশ নেবে। পদযাত্রাটি আজ সকাল ১০টায় রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হবে এবং শেষ হবে ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি প্রদান দিয়ে।
এ বিষয়ে, গতকাল(৭ ডিসেম্বর,২০২৪) শনিবার নয়াপল্টনে অনুষ্ঠিত এক যৌথ সভায় এই কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নেতৃবৃন্দ নেতা-কর্মীদের আজ রোববার যথাসময়ে বিএনপি কার্যালয়ের সামনে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।