ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসার ও চর্চা অব্যাহত রাখতে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে একটি আধুনিক শিল্পকলা অডিটোরিয়াম ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। রবিবার (৮ ডিসেম্বর) সকাল ১১টায় বালিয়াডাঙ্গী টাইগার নাট্যগোষ্ঠীর উদ্যোগে চৌরাস্তায় ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন বালিয়াডাঙ্গী টাইগার নাট্যগোষ্ঠীর পরিচালক ও সাংবাদিক হারুন অর রশিদ। তিনি বলেন, “বালিয়াডাঙ্গীর সাংস্কৃতিক অঙ্গনকে এগিয়ে নিতে একটি আধুনিক শিল্পকলা অডিটোরিয়ামের নির্মাণ অত্যন্ত জরুরি। এটি হলে নতুন প্রজন্মের মাঝে সাংস্কৃতিক মূল্যবোধ জাগ্রত হবে এবং প্রতিভাবান শিল্পীদের বিকাশ ঘটবে।”
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আইয়ুব আলী খান, আমজানখোর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ আইয়ুব আলী, স্বাধীন সমাজ কল্যাণ পরিষদের সভাপতি প্রভাষক মোহাম্মদ উল্লাহ রায়হান দুলু, এফডিসির অভিনেতা আব্দুর রউফ, বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আল মামুন জীবন, এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবু সাঈদ।
স্থানীয় ব্যবসায়ী, সামাজিক সংগঠন, রাজনৈতিক দলের নেতাকর্মী, সাংস্কৃতিক কর্মী, এবং গণমাধ্যমকর্মীরা এ মানববন্ধনে অংশ নেন। বক্তারা বলেন, বালিয়াডাঙ্গীর সাংস্কৃতিক অঙ্গন দীর্ঘদিন ধরে অবহেলিত। একটি শিল্পকলা অডিটোরিয়াম নির্মাণ হলে স্থানীয় শিল্পী ও সাংস্কৃতিক কর্মীরা উপকৃত হবেন।
মানববন্ধন শেষে একটি প্রতিনিধি দল উপজেলা প্রকৌশলী মাইনুল ইসলামের মাধ্যমে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দেন। এতে উল্লেখ করা হয়, বালিয়াডাঙ্গীর সংস্কৃতি চর্চা উন্নত করতে দ্রুত একটি শিল্পকলা ভবন নির্মাণের পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
বক্তারা এ দাবির প্রতি সরকার ও প্রশাসনের দ্রুত সাড়া দেওয়ার আহ্বান জানান। তারা বলেন, শিল্পকলা ভবন নির্মাণের মধ্য দিয়ে বালিয়াডাঙ্গী দেশের সংস্কৃতি চর্চার মানচিত্রে গুরুত্বপূর্ণ স্থান অর্জন করবে।
উল্লেখ্য, বালিয়াডাঙ্গীর সাংস্কৃতিক কর্মীরা এ ধরনের উদ্যোগের মাধ্যমে নিজেদের ঐতিহ্য সংরক্ষণ ও সম্প্রসারণে সক্রিয় ভূমিকা রাখছে।