ঝালকাঠি প্রতিনিধি ॥ ঝালকাঠির নলছিটি উপজেলায় শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ ডিসেম্বর) সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা নলছিটি সফরের শুরুতে শহীদ সেলিম তালুকদারের কবর জিয়ারত করেন। শহীদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে তারা পরিবারের সার্বিক খোঁজখবর নেন এবং শহীদ সেলিমের স্বপ্ন ও ত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
এরপর সকাল ১১টায় নলছিটি প্রেসক্লাবে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় শিক্ষার্থী প্রতিনিধি খালেদ সাইফুল্লাহ এবং সঞ্চালনা করেন মো. মেহেরাব হোসেন রিফাত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও দপ্তর সেলের সম্পাদক জাহিদ আহসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এম এ সাঈদ, মো. ইব্রাহিম, ও ছাব্বির উদ্দিন রিয়ন সভায় বক্তব্য রাখেন।
সভায় স্থানীয় শিক্ষার্থীরা তাদের শিক্ষাব্যবস্থা, ন্যায্য অধিকার, সুযোগ-সুবিধা এবং বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। কেন্দ্রীয় নেতারা শিক্ষার্থীদের সমস্যার সমাধানে দিকনির্দেশনা প্রদান করেন। তারা বলেন, ন্যায়ভিত্তিক আন্দোলন এবং ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই শিক্ষার্থীদের অধিকার আদায় সম্ভব।
সভা শেষে কেন্দ্রীয় সমন্বয়করা স্থানীয় শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে নলছিটি শহরের দোকানদার ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন। বাজার মনিটরিংয়ের মাধ্যমে পণ্যের মান ও মূল্য নিয়ে আলোচনা করেন এবং অনিয়ম প্রতিরোধে করণীয় বিষয়ে জনগণকে সচেতন করেন।
কেন্দ্রীয় নেতারা মতবিনিময় সভার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে বলে আশাবাদ ব্যক্ত করেন। তারা আশা প্রকাশ করেন, এই সভা শিক্ষার্থীদের অধিকার রক্ষার আন্দোলনে নতুন দিক উন্মোচন করবে এবং ন্যায়ভিত্তিক শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠায় সহায়তা করবে।
স্থানীয় শিক্ষার্থীরা তাদের মতামত প্রকাশ করতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেন এবং ভবিষ্যতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন।