ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় মাহফিলের নামে কবরস্থানের পাশে গান-বাজনার আয়োজন বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার রাতে উপজেলার বৈশামুড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
সরাইল থানা পুলিশ জানায়, স্থানীয় ফিরোজ মিয়া মাহফিলের কথা বলে একটি জমায়েতের আয়োজন করেন। কিন্তু সেখানে গান-বাজনা চলতে থাকায় এলাকার লোকজন আপত্তি তোলেন। তারা এ বিষয়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) অবহিত করেন।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ফিরোজ মিয়াকে ফোনে আয়োজন বন্ধের নির্দেশ দেওয়া হয়। কিন্তু তিনি নির্দেশ উপেক্ষা করেন। একপর্যায়ে পুলিশ অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। সমাগম বেশি থাকায় পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল ত্যাগ করলেও উত্তেজনা দেখা দেয়।
পরবর্তীতে সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারফ হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল হাসান। অভিযানের সময় আয়োজক ফিরোজ মিয়া পালিয়ে যান। তবে পুলিশ ঘটনাস্থল থেকে গান-বাজনায় ব্যবহৃত কিছু যন্ত্রপাতি জব্দ করে।
উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসেন জানান, প্রশাসনের অনুমতি ছাড়া এ ধরনের আয়োজন করা যাবে না। এ ধরনের কার্যক্রম বন্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এবং অভিযান অব্যাহত থাকবে।