নওগাঁ প্রতিনিধি ॥ দেশে শিক্ষিত বেকারের সংখ্যা বাড়তে থাকলেও নওগাঁর ধামইরহাটে এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘মানবসেবা’। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে সংগঠনটি দক্ষ কারিগরদের মাধ্যমে স্থানীয় যুবকদের সেলুনের কাজ শেখাচ্ছে। এই উদ্যোগ এলাকাবাসীর মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. রাসেল মাহমুদ জানান, জাতীয় যুব দিবসের আলোচনা সভায় অংশগ্রহণ করে স্থানীয় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমানের পরামর্শে উদ্বুদ্ধ হয়ে এ উদ্যোগ গ্রহণ করা হয়। সংগঠনটি ধামইরহাট বাজার এলাকার নিমতলী মোড় এবং পোস্ট অফিস রোডে দুটি সেলুন দোকানে প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। সেখানে দক্ষ কারিগর শ্রী মানিক চন্দ্র মালী এবং শ্রী উৎপল প্রশিক্ষণ প্রদান করছেন।

মানিক চন্দ্র মালী জানান, “প্রতিদিন আমি সেলুন ব্যবসা থেকে ৭০০ থেকে ১,০০০ টাকা আয় করি। মানবসেবার উদ্যোগে প্রশিক্ষণ দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি। প্রশিক্ষণার্থীরাও দুই মাসের মধ্যে আয় করতে সক্ষম হবে।”

প্রশিক্ষণ গ্রহণকারী সঞ্জয় কুমার এবং জয় জানান, “বেকার না থেকে আমরা সেলুনের কাজ শিখে আয় করতে চাই। এই উদ্যোগ আমাদের জীবন পরিবর্তনের সুযোগ দেবে।”

অপর এক প্রশিক্ষণার্থী অনার্সের ছাত্র অনিক বলেন, “আমি লেখাপড়ার পাশাপাশি সেলুনের কাজ করে নিজের পড়াশোনার খরচ চালাতে চাই।”

সংগঠন মানবসেবার উদ্যোগে প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের সেলুনের কাজের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম বিনামূল্যে সরবরাহ করা হবে। সংগঠনটি শুধু সেলুন প্রশিক্ষণ নয়, ভবিষ্যতে ইলেকট্রিক এবং গার্মেন্টসসহ অন্যান্য পেশামুখী প্রশিক্ষণের ব্যবস্থাও করবে বলে জানায়।

উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান বলেন, “কোনো কাজই ছোট নয়। কর্মমুখী শিক্ষা বেকারত্ব দূর করতে পারে। মানবসেবার এই উদ্যোগ ধামইরহাটের বেকার যুবকদের জন্য একটি আশার আলো।”

সামাজিক সংগঠন মানবসেবার এমন কার্যক্রম স্থানীয় যুবসমাজকে আত্মনির্ভরশীল করে তোলার পাশাপাশি সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *