জয়পুরহাট প্রতিনিধি ॥ “কৃষক বাঁচলে বাঁচবে দেশ” এই স্লোগানকে সামনে রেখে জয়পুরহাট সদর উপজেলার হালট্রির মোড়ে শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে অসহায় ও শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সদর উপজেলা কৃষক দলের যুগ্ম-আহবায়ক রবিউল ইসলামের ব্যক্তিগত উদ্যোগ ও অর্থায়নে প্রায় ১ হাজার মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মাসুদ রানা প্রধান। বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ আল মামুন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের আহবায়ক সেলিম রেজা ডিউক, সদস্য সচিব কাজি মুনজুর মওলা পলাশ, পুরানাপৈর ইউনিয়নের সভাপতি শামসুজ্জামানসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা বলেন, শীতের প্রকোপ দিন দিন বাড়ছে, বিশেষ করে দরিদ্র ও অসহায় মানুষদের জন্য এটি খুবই কষ্টকর সময়। এমন উদ্যোগ তাদের জন্য বড় সহায়তা। জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন বলেন, “শীতবস্ত্র বিতরণ মানবিক দায়িত্ব। গরিব-অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক কর্তব্য।”
অনুষ্ঠানের আয়োজক রবিউল ইসলাম বলেন, “মানুষের কষ্ট লাঘবে আমরা ছোট উদ্যোগ নিয়েছি। আমাদের সবার উচিত যার যার অবস্থান থেকে এমন কার্যক্রম পরিচালনা করা।”
এসময় শীতবস্ত্র পেয়ে অসহায় মানুষরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এই সহযোগিতা তাদের শীতের কষ্ট কিছুটা হলেও লাঘব করবে।