গুলশান ট্রাফিক বিভাগের ঘোষণা অনুযায়ী, শনিবার (৭ ডিসেম্বর) থেকে খুলে দেওয়া হয়েছে বনানী-কাকলী ক্রসিং এবং বনানী কবরস্থানের সামনের ক্রসিং। এ পরিবর্তনটি শহরবাসীকে বিমানবন্দর এলাকায় সহজে পৌঁছানোর সুযোগ প্রদান করবে। এখন থেকে বনানী-২৭ নম্বর রোড দিয়ে বিমানবন্দর যাওয়ার জন্য ব্যবহৃত হতে পারবে।
এছাড়া, ২৭ নম্বর রোড একমুখী (ওয়ান ওয়েতে) করা হয়েছে, যেখানে কামাল আতাতুর্ক রোড থেকে ২৭ নম্বর রোড হয়ে এয়ারপোর্ট রোডে গাড়ি যেতে পারবে, তবে এয়ারপোর্ট রোড থেকে ২৭ নম্বর রোডে প্রবেশ করা যাবে না। বিভিন্ন বনানী রোড (১, ৪, ১৬, ১৮, ২০, ২২, ২২ (ব্লক কে), ২৪, ২৬, ২৮) থেকে ২৭ নম্বর রোড ব্যবহার করে বিমানবন্দর রোডে পৌঁছানো যাবে। যারা কামাল আতাতুর্ক রোডে যেতে চান, তারা ২৩ নম্বর রোড ব্যবহার করতে পারবেন।