বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের পরিবর্তিত পরিস্থিতির কারণে কলকাতা এবং আগরতলায় অবস্থিত বাংলাদেশ মিশনের দুই কূটনীতিককে ২৪ ঘণ্টার নোটিশে দেশে ফিরিয়ে নিয়েছে। প্রত্যাহারকৃত কূটনীতিকরা হলেন ত্রিপুরার অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনার আরিফ মোহাম্মদ এবং কলকাতার ভারপ্রাপ্ত ডেপুটি হাইকমিশনার সিকদার মো. আশরাফুল রহমান।
এদিকে, ২৮ নভেম্বর আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার ঘটনার পর এই সিদ্ধান্ত নেয়া হয়, যেখানে হামলাকারীরা হাইকমিশনের পতাকা টাঙানোর পুল ভাঙচুর ও জাতীয় পতাকায় আগুন দেয়। পরিস্থিতি আলোচনা করে বাংলাদেশ তাদের কূটনীতিকদের ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয় এবং বর্তমানে তাদের ঢাকায় ফেরার নির্দেশ দেয়া হয়েছে।