বরিশাল প্রতিনিধি ॥ বরিশালের মুলাদী উপজেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শিক্ষা মন্ত্রণালয়ের উপ সচিব ড. ফরহাদ হোসেন নিহত হয়েছেন। শুক্রবার বিকেল সোয়া ৫টার দিকে বরিশাল-মুলাদী সড়কের কাজীরচর হাওলাদার সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি মাহফিলে অংশগ্রহণের উদ্দেশ্যে চরলক্ষীপুর নন্দীরবাজার যাচ্ছিলেন।

মুলাদী থানার ওসি জহিরুল আলম জানান, ড. ফরহাদ নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত। তার বাড়ি মুলাদী উপজেলার চরলক্ষীপুর গ্রামে। তিনি মাওলানা আব্দুল কাদেরের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মহিন্দ্র টেম্পুটি ৪ জন যাত্রী নিয়ে মীরগঞ্জ ফেরিঘাট থেকে মুলাদী শহরের দিকে যাচ্ছিল। হাওলাদার সেতু এলাকায় পৌঁছালে দ্রুতগতির টেম্পুটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে যাত্রীরা গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে মুলাদী উপজেলা হাসপাতালে নিয়ে যান।

মুলাদী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাইদুর রহমান বলেন, “হাসপাতালে পৌঁছানোর আগেই ড. ফরহাদ মারা যান। অন্য আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।”

চরলক্ষীপুর নন্দীরবাজার মাহফিল আয়োজন কমিটির সদস্য জয়নুল আবেদীন জানান, মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার উদ্দেশ্যে ড. ফরহাদ ঢাকা থেকে চরলক্ষীপুর যাচ্ছিলেন। তার এই অকাল মৃত্যুতে স্থানীয় এলাকাবাসী শোক প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *