নোয়াখালী প্রতিনিধি ॥ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে মো. নুরুল হক বাবুল (৬০) নামের এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত নুরুল হক মিরওয়ারিশপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের লেদির বাড়ির মৃত আনোয়ার উল্যার ছেলে। শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে বাঁশতলা এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতের ছেলে নুরুল আমিন স্বপন জানান, গত ১৩ বছর ধরে তাদের বাড়ির সামনের ৩৩ শতাংশ জায়গা নিয়ে প্রতিবেশী মুন্নার সঙ্গে বিরোধ চলছিল। কিছুদিন আগে সালিশি বৈঠকের মাধ্যমে বিরোধ মীমাংসা করা হয়। বৈঠকে সিদ্ধান্ত হয়, ৩৩ শতাংশ জমির মধ্যে তাদের পরিবারকে ১০ শতাংশ এবং বাকী ২৩ শতাংশ মুন্নাকে দেওয়া হবে। তবে মুন্না সালিশি বৈঠকের সিদ্ধান্ত মেনে না নিয়ে শুক্রবার বিকেলে তাদের অংশের জায়গা দখল করে দেয়াল নির্মাণ শুরু করেন।

বাবা ও ছেলেসহ পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে বাধা দিলে মুন্না ও তার সহযোগীরা নুরুল হক বাবুলের সঙ্গে মারামারি শুরু করেন। নুরুল আমিন জানান, “মুন্না, রাব্বি, রনি, নজরুল, জাহাঙ্গীর ও নুরুল হুদা বাবাকে কোদালের লাঠি দিয়ে আঘাত করলে তিনি ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চৌমুহনী প্রাইম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বিকেল ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।”

বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কাজী জাকারিয়া বলেন, “ঘটনার পরপরই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে এবং লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিটন দেওয়ান জানান, “মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *