প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আগামী ৯ ডিসেম্বর ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও তার ২৭ সদস্য দেশগুলোর ২৮ রাষ্ট্রদূত বৈঠক করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। এই বৈঠকে বাংলাদেশ এবং ইইউ সদস্য রাষ্ট্রসমূহের দ্বিপক্ষীয় সম্পর্ক, নতুন সহযোগিতা ক্ষেত্র, এলডিসি উত্তরণের পরবর্তী গ্যাসপি প্লাস সুবিধা, জলবায়ু পরিবর্তন এবং রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়েও আলোচনা হবে।
বাংলাদেশ গ্লোবাল অ্যালায়েন্স ফর হাঙ্গার অ্যান্ড পোভার্টির প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে যুক্ত
এছাড়া, বাংলাদেশ ১৮ নভেম্বর ব্রাজিলে অনুষ্ঠিত জি-২০ শীর্ষ সম্মেলনে ‘গ্লোবাল অ্যালায়েন্স ফর হাঙ্গার অ্যান্ড পোভার্টি’ জোটে প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে। বাংলাদেশের ক্ষুধা ও দারিদ্র্য দূরীকরণে সফলতা এবং বৈশ্বিক মঞ্চে তার জোরালো ভূমিকার কারণে এই জোটে যুক্ত হওয়া হয়েছে।