ঢাকা: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন। একই সঙ্গে, বিটিআরসিকে নির্দেশ দেওয়া হয়েছে শেখ হাসিনার পূর্বের সব বিদ্বেষমূলক বক্তব্য সকল মাধ্যম থেকে সরিয়ে ফেলতে।
প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর,২০২৪) চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার-এর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এই আদেশ দেন। প্রসিকিউটর আব্দুল্লাহ আল নোমান জানান, এ বিষয়ে একটি আবেদন করেছিলেন তাঁরা।
এর আগে, ১৮ নভেম্বর, ট্রাইব্যুনাল শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ ৪৬ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তদন্ত এক মাসের মধ্যে শেষ করার নির্দেশ দেন এবং আগামী ১৭ ডিসেম্বর প্রতিবেদন দাখিল করতে বলা হয়।