গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করেছে প্রসিকিউশন টিম। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর,২০২৪) সকালে এ আবেদনটি সংশ্লিষ্ট শাখায় জমা দেওয়া হয়। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজার নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে এর শুনানি হবে।

সম্প্রতি, ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা অন্তবর্তী সরকারকে নিয়ে নানা কটুক্তি করেছেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। প্রসিকিউশন দাবি করেছে, সরকার যে ধরনের বিদ্বেষমূলক বক্তব্য ছড়াচ্ছে, তা বন্ধ করার জন্যই এই আবেদন করা হয়েছে।

এছাড়া, ১৮ নভেম্বরের আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার ঘটনায় দায়ের করা মামলার তদন্ত দ্রুত শেষ করার জন্য নির্দেশ দিয়েছিল। ১৭ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *