প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ দেশে সংখ্যালঘুদের ওপর কোনো হামলা হলে সঠিক তথ্য সংগ্রহে ধর্মীয় নেতাদের সহযোগিতা কামনা করেছেন। ফরেন সার্ভিস একাডেমিতে বাংলাদেশের ধর্মীয় নেতাদের সঙ্গে সংলাপে সূচনা বক্তৃতায় তিনি বলেন, তথ্য সংগ্রহের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের সংলাপের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা ঘটলে তা দ্রুত সংগ্রহ করে দোষীদের বিচারের আওতায় আনার কথা জানান।
এছাড়া, ড. ইউনূস বলেন, বাংলাদেশে দুর্গাপূজা উদযাপন একটি জাতীয় উৎসব হয়ে উঠেছে, যা দেশের সকল সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে পালন করা হয়।
তিনি আরো বলেন, "সংখ্যালঘুদের ওপর হামলার কোনো ঘটনা ঘটলে তাৎক্ষণিক প্রতিকার নিশ্চিত করতে হবে এবং দোষীদের বিচারের আওতায় আনতে হবে।"