বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ কাজী নজরুল ইসলামকে ‘জাতীয় কবি’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার প্রস্তাব অনুমোদন করেছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে, কাজী নজরুল ইসলামের নাম সংবিধানে অন্তর্ভুক্ত করার প্রস্তাবটি অনুমোদন পায়নি, কারণ সংবিধান সংশোধন করতে হলে সংসদের অনুমোদন প্রয়োজন।
কবি কাজী নজরুল ইসলাম, যিনি বাংলাদেশের বিদ্রোহী কবি হিসেবে পরিচিত, ১৮৯৯ সালের ২৪ মে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর সাহিত্যিক কর্মে মানবতা, সাম্য ও দ্রোহের চেতনা প্রকাশ পেয়েছে। ১৯৭৬ সালে ঢাকায় তাঁর মৃত্যু হয়।