খাগড়াছড়ি প্রতিনিধি ॥ একদিনের বিরতির পর আবারও মেঘের রাজ্য সাজেক ভ্রমণ করতে পারবেন পর্যটকরা। বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে রাঙামাটি জেলা প্রশাসনের নির্দেশে সাজেক ভ্রমণের ওপর জারি করা নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার।

সাজেক কটেজ মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়, রাঙামাটি জেলা প্রশাসনের আইনশৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকাল ১০টা থেকে পূর্বের নিয়মে পর্যটকরা সাজেকে ভ্রমণ করতে পারবেন। আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা বহরও যথারীতি বহাল থাকবে।

এর আগে মঙ্গলবার (৩ ডিসেম্বর) আঞ্চলিক সংগঠনগুলোর মধ্যে গোলাগুলির কারণে রাঙামাটি জেলা প্রশাসন একদিনের জন্য সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করে। এর ফলে বুধবার সাজেকে আটকা পড়া প্রায় ৫০০ পর্যটক সেনাবাহিনীর নিরাপত্তায় খাগড়াছড়ি ফিরে আসেন।

সাজেক কটেজ মালিক সমিতির সহসভাপতি চাইথোয়াই অং চৌধুরী জয় বলেন, “আগামীকাল (৫ ডিসেম্বর) থেকে পর্যটকরা আবারও সাজেক ভ্রমণ করতে পারবেন। নিরাপত্তাজনিত কোনো সমস্যা নেই। আমরা পর্যটকদের স্বাগত জানাই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *