পিরোজপুর প্রতিনিধি ॥ পিরোজপুরের ভান্ডারিয়া থেকে যুব মহিলা লীগের নেত্রী আসমা সুলতানা যুথীকে ককটেল বিস্ফোরণ এবং বিএনপি অফিস ভাঙচুর মামলায় গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) রাতে নিজ বাড়ি থেকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এবং সদর থানা পুলিশের যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবাহান জানান, যুথীর বিরুদ্ধে পিরোজপুর থানায় ককটেল বিস্ফোরণ ও বিএনপি অফিস ভাঙচুরের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেপ্তারকৃত যুথী ভান্ডারিয়া যুব মহিলা লীগের সভাপতি এবং মো. আজাদ জোমাদ্দারের মেয়ে। ভান্ডারিয়া থানার ওসি আহমেদ আনওয়ার জানান, যুথীর বিরুদ্ধে ভান্ডারিয়া ও পিরোজপুর থানায় একাধিক মামলা রয়েছে। এসব মামলায় বিভিন্ন সময়ে তার নাম উঠে আসলেও এই প্রথম তাকে গ্রেপ্তার করা হলো।
তবে যুথীর পরিবার বা যুব মহিলা লীগের স্থানীয় নেতৃবৃন্দ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
জেলা গোয়েন্দা পুলিশ জানিয়েছে, সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতায় ককটেল বিস্ফোরণ এবং ভাঙচুরের ঘটনায় যারা জড়িত তাদের আইনের আওতায় আনতে বিশেষ অভিযান চালানো হচ্ছে। এর অংশ হিসেবেই যুথীকে গ্রেপ্তার করা হয়েছে।